গঙ্গাচড়ায় ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক:

Date: বুধবার, এপ্রিল ১৭, ২০২৪
news-banner
রংপুরের গঙ্গাচড়ায় ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে প্রামাণ্যচিত্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বুধবার (১৭ এপ্রিল) সকাল ১০.৩০ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,কমিশনার ভূমি নয়ন কুমার সাহা, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, সহকারী ,বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার ওবায়দুল্লাহ,বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার সোলায়মান, গঙ্গাচড়া বিএম কলেজের প্রিন্সিপাল নুরুন্নবী, গঙ্গাচড়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখের মিঞা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, এমপি প্রতিনিধি আব্দুল মতিন অভিসহ সকল কর্মকর্তা।
স্বাগত বক্তব্য সহকারী কমিশনার ভূমি নয়ন কুমার সাহা বলেন,১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে তখনকার কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পাশাপাশি এ অনুষ্ঠানে ওই বছরের ১০ এপ্রিল বাংলাদেশ সরকার প্রণীত স্বাধীনতার ঘোষণাপত্রও আনুষ্ঠানিকভাবে পাঠ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন,১৯৭১ এর ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির ওপর গণহত্যা শুরু করলে ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়ারলেসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তারই ধারাবাহিকতায় ১০ এপ্রিল মেহেরপুরের সীমান্তবর্তী এলাকার মুক্তাঞ্চলে নির্বাচিত জাতীয় পরিষদে আওয়ামী লীগের নির্বাচিত প্রতিনিধিরা এক বিশেষ অধিবেশনে মিলিত হন এবং স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করেন।

Leave Your Comments