স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত

গোলাম রাব্বানী, নওগাঁ জেলা প্রতিনিধি:

Date: মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
news-banner
নওগাঁর আত্রাইয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ৩০ এপ্রিল) সকালে প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র , প্রজন্মের আলো ও প্রজন্মের মেলার আয়োজনে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে বাংলাদেশ তামাক বিরোধী জোট এর সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।

 প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রের সভাপতি ও প্রজন্মের আলোর সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে স্থানীয় হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন বক্তব্য রাখেন।

 এ সময় প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রে ও প্রজন্মের আলোর নির্বাহী সম্পাদক তাহেরা এনায়েত করিম, প্রজন্মের আলোর বার্তা সম্পাদক প্রভাষক আবু রেজা, সাংবাদিক ওমর ফারুক, সাংবাদিক নাজমুল হোসাইন সেন্টু,স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম , ইউপি সদস্য ছামছুর রহমান, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার আত্রাই উপজেলা প্রতিনিধি খালেক হাসান, সাংবাদিক হারুন অর রশিদ উজ্জল, জহুরুল ইসলাম, আবু বকর সিদ্দিক,সাংবাদিক রফিকুজ্জামান মানিক, আফাজ উদ্দীন, প্রজন্মের আলো ও প্রজন্মের মেলার ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল্লাহ আলমাস বিন রহমান তানভীর, প্রজন্মের আলো ও প্রজন্মের মেলার ডিজিটাল কন্টেন্ট এডিটর আব্দুল্লাহ আল মাসুদ বিন রহমান তন্ময় প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসন তাঁর ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রদান করে ইউনিয়ন পরিষদের বাজেটে অর্থ বরাদ্দ,ধূমপান ও তামাক বিরোধী সাইন স্থাপনসহ সংশ্লিষ্ট কার্যক্রম গ্রহন করার আশাবাদ ব্যক্ত করেন।

Leave Your Comments