খুলনার দাকোপ উপজেলায় দাকোপ থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে -২০২৩ পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ অক্টোবর শনিবার সকাল ১০ টায় দাকোপ থানা পুলিশের উদ্যোগে একটি বনার্ঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দাকোপ থানা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মফিজুর ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য দেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, দাকোপ উপজেলা সহকারী কমিশনার(ভূমি)পাপিয়া সুলতানা, আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ যুবরাজ, মানষ মুকুল রায়, পঞ্চানন মন্ডল, সাবেক জেলা পরিষদের সদস্য কে এম কবির হোসেন, থানার পুলিশের ওসি তদন্ত শাহিনুর রহমানসহ দাকোপ থানা পুলিশের সদস্য বৃন্দ ও সুধীজন সভায় উপস্থিত ছিলেন।
কমিউনিটি পুলিশিং একটি সংগঠন ভিত্তিক দর্শন ও
ব্যবস্হাপণা,যা জনগণকে সম্পৃক্ত করে জনগণ ও
পুলিশের অংশীদারত্বের ভিত্তিতে সমাজে অপরাধ
ভীতি হ্রাস ও বিভিন্ন সমস্যা সমাধান করা হয়।এটি
একটি গণমূখী, প্রতিরোধমূলক এবং সমস্যা সমাধানমূলক পুলিশি ব্যবস্হা।
কমিউনিটি পুলিশিং কার্যক্রমের অংশ হিসাবে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের পুলিশের কাজে সহযোগিতা, অপরাধবিরোধী সচেতনতা তৈরি, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধ, জঙ্গিবাদ দমন, সন্ত্রাস দমন, মাদকের কুফল, নারী ও শিশু নির্যাতন, যৌতুক নিরোধ, মোবাইল ফোনের অপব্যবহার, সামাজিক মূল্যবোধ বাড়ানো ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়। চলমান কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ-জনগণের মিথস্ক্রিয়ার ফলে পুলিশের কাজে জনগণের আস্থা, অংশগ্রহণ, সহযোগিতা ও অংশীদারত্ব বেড়েছে।
কমিউনিটি পুলিশিং কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী ৪৯ হাজার ৫২৯টি কমিটিতে ৮ লাখ ৯৪ হাজার ২০৬ জন কমিউনিটি পুলিশিং সদস্য রয়েছে।