বাঁশের সাঁকােয় প্রসূতি নারীর সন্তান প্রসব

আবু সাইদ,রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

Date: শনিবার, জুলাই ০৬, ২০২৪
news-banner
রৌমারী উপজলার বায়ালমারী বেড়িবাঁধের খাটিয়ামারী-রৌমারী সড়কের সবুজপাড়া (সুতিরপার) বাঁশের ভাঙা সাঁকােয় বিলকিস নামের এক প্রসূতি নারী সন্তান প্রসব করেন। সকাল সাড়ে ১১ টার দিকে ওই প্রসূতি নারীক রৌমারী উপজলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার সময় ভাঙা সাঁকাের মাঝেই কন্যা সন্তান প্রসব হয়।
প্রসূতি নারীর ভাবি আমিনা বেগম বলন, বাড়ীতে প্রসব ব্যাথা উঠলে তাকে ভ্যান যােগে রৌমারী হাসপাতালে নেওয়ার সময় সুতিরপার বাঁশের সাঁকােটি ভাঙা থাকায় ভ্যানটি থেকে বিলকিসকে নামানাে হয়। পায়ে হেটে পার হওয়ার সময় মাঝামাঝি বাঁশের সাঁকােটি ভাঙা থাকায় পার হতে পারিনি। পর সেখান প্রচন্ড প্রসব ব্যাথা উঠে এবং কন্যা সন্তান জন্ম দেন। উল্লেখ্য, ২০১৪ সালে বন্যায় পাকা রাস্তাটি ভেঙে যায়। পর চলাচলের জন্য বাঁশের সাঁকাে তৈরি করা হয়। স্থানীয়রা একাধিকবার জনপ্রতিনিধিদের কাছে স্থায়ী ব্রীজ নির্মানের জন্য দাবি করেন। কিন্তু সেখানে আজও কোন স্থায়ী ব্রীজ নির্মাণ করা হয়নি।

Leave Your Comments