মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

এনায়েত করিম রাজিব বাগেরহাট প্রতিনিধিঃ

Date: শনিবার, অক্টোবর ০৫, ২০২৪
news-banner
বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

দিবসটির প্রতিপাদ্য ছিল শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার’ দিবসটি উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) সকাল ১০ টায় একটি র‍্যালি বের হয়, পরে উপজেলা প্রশাসন হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.বদরুদ্দোজা। 

বিশেষ অতিথি ছিলেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. ছবীর আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল ও জামায়াত ইসলামীর আমীর মাওলানা শাহাদাত হোসাইন।

দিবসটি সম্পর্কে আলোচনা করেন অধ্যক্ষ ড. মো. রুহুল আমীন, অধ্যক্ষ আব্দুল আলীম, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, প্রধান শিক্ষক মো. ইউনুস আলী আকন, মো. জাকির হোসেন,প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ,খসরু মুন্সী প্রমুখ। আলোচনা শেষে শিক্ষক সমাজ, দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Leave Your Comments