নতুন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধানঃ

Date: শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
news-banner
  নতুন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন নতুন
 নির্বাবন কমিশন(ইসি)গঠন করেছে অন্তবর্তী
সরকার।একজন প্রধান নির্বাচন কমিশনার এবংচারজন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (২১ নভেম্বর)মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।রাষ্ট্রপতি এনিয়োগ দিয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।নতুন প্রধান নির্বাচন কমিণসার (সিউসি) নিয়োগপেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এ এমএম নাসিরউদ্দিন।এর আগে বুধবার (২০ নভেম্বর) নতুন ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাব দেয় সার্চ কমিটি।সিইসি নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে
,সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে বৃহস্পতিবার রাষ্ট্রপতি সদয় হয়ে বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার পদেনিয়োগদান করেছেন।নির্বাচন কমিশনার নিয়োগ পেয়েছেন- অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।আরও পড়ুন মনোনয়ন বাণিজ্যে নষ্ট হচ্ছএমপিদের চরিত্র: সাবেক সিইসি সিস্টেম পরিবর্তন না করেও কার্যকর নির্বাচন সম্ভব: সাবেক সিইসিসংবিধানের ১১৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা বলে বৃহস্পতিবার
রাষ্ট্রপতি চার কমিশনারকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ দিয়েছেন বলে অপর প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
গত ৩১ অক্টোবর ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন,২০২২’ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছেসুপারিশদিতেসার্চঅনুসন্ধান) কমিটি গঠন করে সরকার।নির্বাচন কমিশন (ইসি) গঠনে ছয় সদস্য বিশিষ্ট সার্চ কমিটির আহ্বায়ক আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। নাম প্রস্তাব করার জন্য কমিটিকে ১৫ কর্মদিবস সময় দেওয়া হয়।অনুসন্ধান কমিটি প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন
কমিশনার নিয়োগ দিতে প্রতিটি শূন্য পদের বিপরীতে রাষ্ট্রপতির কাছে দুজন ব্যক্তির নাম সুপারিশ করে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনর ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। পরে ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার।পরে গত ৫ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)কাজী হাবিবুলআউয়াল ও অন‌্য কমিশনাররা পদত‌্যাগপত্র জমা দেন।

Leave Your Comments