ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ময়মনসিংহ প্রতিনিধিঃ

Date: শুক্রবার, জানুয়ারী ০৩, ২০২৫
news-banner
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় নানান কর্মসূচির মধ্যদিয়ে এক বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী।
২ জানুয়ারী-২০২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার তারাকান্দা দক্ষিণ বাজার চৌধুরী অটো রাইসমিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে দোয়া মাহফিল ও ফাতেহা পাঠ এর মাধ্যমে দিনটির সূচনা করেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। 
বিকেলে ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকির নেতৃত্বে বিশাল মিছিল ও আনন্দ শোভাযাত্রা র্যালী তারাকান্দা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ বাজারে চৌধুরী অটো রাইসমিলে এসে এক আলোচনা সভায় অংশগ্রহণ করেন এবং শেষ করে সন্ধ্যায় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন,
ক্ষমতা কারো চিরস্থায়ী নয় ৫ আগষ্ট ফেসিষ্ট হাসিনা সরকার পতনের মধ্য দিয়ে গণমানুষের মুক্তি হয়েছে।
তিনি আরো বলেন,১৯৭৯ সালে ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে। ৫ আগস্টের আন্দোলনে সকল শহীদদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার আমাদের।

উক্ত আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক এ কে এম আবুল কালাম আজাদ,ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলম,
তারাকান্দা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন মনি তালুকদার, 
সাবেক ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সোবান তালুকদার,কাজী আব্দুল বাতেন, 
ময়মনসিংহ উত্তর জেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল , বিএনপি নেতা রাসেল মন্ডল, শামীম তালুকদার, 
 যুবদল নেতা আশাদুল মন্ডল, সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির হাসান স্বপন সহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave Your Comments