মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যানজট নিরসনে ও পথচারীদের নির্বিঘ্নে চলাচলের লক্ষ্যে পর্যটন নগরী শ্রীমঙ্গল পৌরসভার ভেতর বিভিন্ন সড়কে এবং বাজারে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করেন পৌরসভা কর্তৃপক্ষ।
রবিবার (৫ জানুয়ারি) ২০২৫ খ্রিঃ দুপুরে অভিযানে নেতৃত্ব দেন, শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।
এ সময় অভিযানে অংশ নেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস।
পৌরসভা এলাকার ভানুগাছ সড়ক, স্টেশন সড়ক, হবিগঞ্জ সড়ক সহ বিভিন্ন সড়ক ও বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়ক ও সড়কের পাশে ফুটপাথ দখল করে অবৈধভাবে যেসব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেগুলো উচ্ছেদ করা হয়েছে। ফুটপাত দখল করে দোকানপাট গড়ে ওঠায় পথচারী ও যান চলাচলে চরম দুর্ভোগ দেখা দেয়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এসব বিষয় পৌর প্রশাসকের নজরে আসলে তারা অভিযানে নামেন। অভিযান পরিচালনার সময় বিভিন্ন অনিয়মের কারণে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।