গঙ্গাচড়ায় এস এ বি ইট ভাটায় অভিযান ১ লক্ষ্য ৫০ হাজার টাকা জরিমানা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

Date: মঙ্গলবার, জানুয়ারী ০৭, ২০২৫
news-banner
 গঙ্গাচড়ায় পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তর পানা পুকুর এলাকায় একটি ইটভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

অভিযোগ ছিল, ইট তৈরির জন্য কৃষি জমির টপ সয়েল কেটে নেওয়া হয়েছে, যা পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়,এসএ,বি ব্রিকস দীর্ঘদিন ধরে আশেপাশের কৃষি জমি থেকে টপ সয়েল সংগ্রহ করে ইট তৈরি করে আসছিল। এর ফলে জমির উর্বরতা নষ্ট হওয়া ছাড়াও স্থানীয় কৃষকরা ফসল উৎপাদনে সমস্যার সম্মুখীন হচ্ছে। 

গতকাল মঙ্গলবার দুপুরে বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর এস,এ,বি ইটভাটায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) জান্নাতুল ফেরদৌস উর্মি।
সহকারী কমিশনার ভুমি জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন, "কৃষি জমির উর্বরতা টপ সয়েল পরিবেশ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেটে ফেলার কারণে কৃষি উৎপাদন কমে যাচ্ছে। সেজন্য এসএবি ব্রিকস মালিকের দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।ভাটার মালিক জরিমানার করেছেন। ভাটা মালিক ভবিষ্যতে এ ধরনের কাজ না করার প্রতিশ্রুতি দিয়েছেন। 
পরে গঙ্গাচড়া বাজারে অভিযান পরিচালনা করে পাটজাত পণ্য মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে মুকুল স্টোরের ৬০০০/= মামুন স্টোরের ৪০০০ /= মোস্তফা স্টোরের ৫০০০/=চালের দোকান ১৫০০০ /=হাজার জরিমানা করেন।

Leave Your Comments