"দেশের চাবি আপনার হাতে"স্লোগান নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ ভোটারদের কাছে পৌঁছে দিতে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় প্রচারণায় ভ্রাম্যমাণ ভোটের গাড়ি।
২১ জানুয়ারি-২০২৬ ইং তারিখ রোজ বুধবার দুপুরে উপজেলার তালদিঘী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই"ভোটের গাড়ি" সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।
শক্তিশালী সাউন্ড সিস্টেম ও ভিডিও কনটেন্ট সমৃদ্ধ ডিজিটাল ডিসপ্লেতে ভোটারদের জন্য নির্বাচন ও গণভোটের গুরুত্ব,ভোট দেওয়ার সঠিক নিয়ম,কেন্দ্রে করণীয়-বর্জনীয় এবং গোপন ব্যালটের নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
এছাড়াও মতামত বাক্সে সাধারণ মানুষের লিখিত বক্তব্য ও গণস্বাক্ষর গ্রহণ করা হয়।এসময় প্রদর্শনী অনুষ্ঠানে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোঃ আমিনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি)নাজমুল সালেহীন,তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহমেদ ও বিভিন্ন দপ্তরে কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন ও নারী পূরুষ ভোটাররা উপস্থিত ছিলেন।