জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জেএসকেএফ)-এর পঞ্চগড় জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। সংগঠনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি সাংবাদিক কল্যাণমূলক প্রতিষ্ঠান (রেজিস্ট্রেশন নং—এস-৯১৬৮)।
জেএসকেএফ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ সাইফুল ইসলাম। পঞ্চগড় জেলা শাখার কার্যালয় স্থাপন করা হয়েছে পঞ্চগড় সদর উপজেলার ইসলামবাগ এলাকায়।
পঞ্চগড় জেলা কমিটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন— মোঃ নুরুজ্জামান বাবু, ডাঃ এস এম মাহবুব উল আলম, এম. এ. তাহের, মোঃ আব্দুল ওয়াদুদ বাদশাহ্, মোঃ আতাউর রহমান রবি, মোঃ ফজলে করিম ও মোঃ সাহিরুল ইসলাম।
নতুন ঘোষিত ১৯ সদস্য বিশিষ্ট পঞ্চগড় জেলা কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মাহাবুব আলম। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ডিজার হোসেন বাদশা এবং সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ শহিদুল ইসলাম শাহীন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন এ. কে. এম. আসাদুজ্জামান রানা। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ আব্দুল্লাহ হিল কাফি ও মোঃ আনিছুর রহমান মানিক। সাংগঠনিক সম্পাদক এস. এম. সাদেকুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শফিউল্লাহ রিপন।
দপ্তর ও অর্থ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ কাতিবুজ্জামান কানন। প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ আশিকুর রহমান রনি, আইন ও মানবাধিকার সম্পাদক পদে মোঃ রেজাউর রহমান মীম।
এছাড়া নারী বিষয়ক সম্পাদক স্নিগ্ধা খন্দকার নিহা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ফারদিন ইসলাম চারু, তথ্য, সমাজকল্যাণ ও সাহিত্য সম্পাদক মোঃ আমিরুল ইসলাম এবং শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ শাকিল আহাম্মেদ।
কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আল লাইস ইসলাম,মোঃ আবু নাসের লিটন, হুসেইন মোঃ ইমরান তুষার ও সায়েদ আফ্রিদি ইরাক।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জেএসকেএফ)-এর মাধ্যমে পঞ্চগড় জেলার সাংবাদিকদের পেশাগত অধিকার সুরক্ষা, কল্যাণমূলক কার্যক্রম এবং সামাজিক দায়বদ্ধতা আরও সুসংহত ও কার্যকর হবে।