পঞ্চগড় সীমান্ত দিয়ে ভেসে আসলো ভারতীয় শিশুর মরদেহ

আব্দুল্লাহ্ আল মামুন (বোদা)পঞ্চগড়, প্রতিনিধি:

Date: বুধবার, জুলাই ০৩, ২০২৪
news-banner
পঞ্চগড় সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভেসে এসেছে দশ বছরের এক শিশুর মরদেহ। মরদেহটি উদ্ধারের পর পতাকা বৈঠক শেষে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা।

মঙ্গলবার (২ জুলাই) রাতে উভয় দেশের সীমান্ত রোক্ষী বাহিনীর পতাকা বৈঠক শেষে মরদেহটি ফেরত দেয়া হয়। এর আগে একই দিন বিকেলে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের উত্তর খালপাড়ার সীমান্ত এলাকার যমুনা নদীতে ভারত থেকে মরদেহটি ভেসে আসতে দেখে বিজিবিকে খবর দেয় স্থানীয়রা।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে চাকলাহাট ইউনিয়নের উত্তর খালপাড়া এলাকায় ওই শিশুর মরদেহ ভেসে আসে। স্থানীয় এক ব্যক্তি মাছ মারতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের নিয়ে উদ্ধার করে আন্তর্জাতিক সীমানার ৭৬১/৩৪ নম্বর পিলারের পাশে জিরো লাইনে রেখে দিয়ে বিজিবিকে খবর দেয়। তবে ওই শিশুর পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।

নীলফামারী ৫৬ বিজিবির অধীনে থাকা পঞ্চগড়ের জয়ধরভাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার রেজাউল ইসলাম জানান, সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কোম্পানি কমান্ডার পর্যায়ে সংক্ষিপ্ত বৈঠক হয়। পরে ওই কিশোরের মরদেহ বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

Leave Your Comments