গঙ্গাচড়ায় ইট ভাটায় ও গঙ্গাচড়া বাজারে অভিযান ২ লক্ষ্য ৩০ হাজার টাকা জরিমানা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

Date: বুধবার, জানুয়ারী ০৮, ২০২৫
news-banner
 রংপুরের গঙ্গাচড়ায় পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তর পানা পুকুর ওকড়াবাড়ী এলাকায় এস,এ,বি ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
অভিযোগ ছিল, ইট তৈরির জন্য কৃষি জমির টপ সয়েলের মাটি কেটে নেওয়া হয়েছে, যা পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়,এসএ,বি ব্রিকস দীর্ঘদিন ধরে আশেপাশের কৃষি জমি থেকে টপ সয়েলর মাটি সংগ্রহ করে ইট তৈরি করে আসছিল। এর ফলে জমির উর্বরতা নষ্ট হওয়া ছাড়াও স্থানীয় কৃষকরা ফসল উৎপাদনে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। গতকাল ৩ ঘটিকায় বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর ওকড়াবাড়ী এলাকায় এস,এ,বি ইটভাটায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) জান্নাতুল ফেরদৌস উর্মি। 
 তিনি বলেন, "কৃষি জমির উর্বরতা টপ সয়েল পরিবেশ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেটে ফেলার কারণে কৃষি উৎপাদন কমে যাচ্ছে। এ অপরাধের জন্য এসএবি ব্রিকস মালিকের দুই লাখ টাকা ভাটা মালিকের জরিমানার করা হয়েছে। ভাটা মালিক ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার প্রতিশ্রুতি দিয়েছেন। 
পরে গঙ্গাচড়া বাজারে অভিযান পরিচালনা করে পাটজাত পণ্য মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে মুকুল স্টোরের ৬ হাজার টাকা, মেসার্স মামুন স্টোর ৪ হাজার টাকা, মেসার্স মোস্তফা স্টোর ৫ হাজার চালের দোকান ১৫ হাজার টাকা জরিমানা করেন।

Leave Your Comments