গঙ্গাচড়ায় মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

Date: বুধবার, জানুয়ারী ০৮, ২০২৫
news-banner
 রংপুরের গঙ্গাচড়ায় গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।গতকাল বুধবার গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 
রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর রফিকুল ইসলাম এর নেতৃত্বে গাঁজা সেবনকারীদের ও ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে বিনাশ্রম কারাদণ্ড আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন ,গঙ্গাচড়া উপজেলার নীলকচন্ডী গ্রামের খোকন সরকার (৩৮), আরাজিনিয়ামত গ্রামের মোয়াজ্জেম হোসেন (৫৫) ও থানাপাড়া গ্রামের মমিনুর ইসলাম (২০)।
রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর রফিকুল ইসলাম বলেন,, মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যারা মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা জানান,গঙ্গাচড়া ডাকবাংলোর ভিতরে মাদক সেবন করায় খোকন সরকারকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মাদক ব্যবসা করার দায়ে মোয়াজ্জেম হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও উপজেলা চত্বরে পরিত্যক্ত ভবনে গাঁজা সেবনের দায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড আদেশ দেন।

Leave Your Comments