জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গাছ কাটার অভিযোগ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

Date: বুধবার, জানুয়ারী ০৮, ২০২৫
news-banner
 রংপুরের গঙ্গাচড়া উপজেলার পাকুড়িয়া শরীফ গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের  ফলজ আম  গাছ কেটে ফেলার অভিযোগে উঠেছে। 
বড়বিল ইউনিয়নের পাকুড়িয়া শরিফ  চেয়ারম্যানপাড় গ্রামের  বাসিন্দা আব্দুল জলিল গঙ্গাচড়া মডেল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, গত ৪ জানুয়ারি সকাল ৭টা থেকে ১০টার মধ্যে রাজা মিয়া , হাছান বাবু,আব্দুর রাজ্জাক, কাশেম মিয়া, শফিকুল ইসলাম, এবং তাদের সহযোগীরা দলবদ্ধ হয়ে ভুক্তভোগীর জমিতে প্রবেশ করেন। তারা গাছপালা কেটে ফেলে এবং জমি দখলের চেষ্টা চালায়। 
আব্দুল জলিল জানান, অভিযুক্তরা  জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গাছপালা ধ্বংস করছে এবং জমির ক্ষতিসাধন করছে। তারা আম  গাছ কেটে ফেলে, যার ফলে ১০,০০০ টাকা আর্থিক ক্ষতি হয়েছে।  ভুক্তভোগী আরও জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে এ বিরোধ চললেও অভিযুক্তরা তার জীবনে নানাবিধ সমস্যা তৈরি করছে। বিষয়টি সমাধানের জন্য তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের শরণাপন্ন হলেও কোনো সুরাহা পাননি।
অভিযুক্ত হাছান বাবুর সাথে কথা হলে তিনি বলেন, আমার জমি তারা দখল করে নিয়েছে।তারা আমার কাছে টাকা হাতিয়ে নেওয়ার জন্য এমন অভিযোগ করছেন।
এ ব্যাপারে অভিযুক্ত শফিকুল ইসলাম এর সাথে কথা হলে তিনি বলেন আমরাও থানায় অভিযোগ দিয়েছি অপরপক্ষরাও থানায় অভিযোগ দিয়েছে এ ব্যাপারে পুলিশ তদন্ত করে জমির কাগজ  দু পক্ষের দেখে সিদ্ধান্ত নেবে তাতে জমি কাগজের ভিত্তিতে যারা পাবে তাতে আমার কোন আপত্তি নাই। গাছ কেটে ফেলা বিষয় জানতে চাইলে তিনি বলেন আরে না আমরা বা আমাদের লোকজন তাদের কোন গাছ কাটেনি আমরা আগে অভিযোগ দিয়েছি এজন্য আমাদেরকে আক্রমণ করার একটা কৌশল মাত্র । 
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, "অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
এদিকে, স্থানীয়রা জমি ও গাছপালা ধ্বংসের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার দ্রুত সমাধানের  দাবি জানিয়েছেন।

Leave Your Comments