ফসলের নিবিড়তা প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের তারাকান্দায় ১৯ জানুয়ারি-২০২৫ ইং তারিখ রোজ সোমবার হতে শুরু হয়েছে তিনদিন ব্যাপী কৃষি মেলা।আয়োজিত উপজেলা চত্বরের মাঠে উক্ত কৃষি মেলায় মানুষের উপচে পড়া ভিড় চোখে পড়ার মত ছিলো।মেলার কৃষি স্টলগুলি রাখছে অসাধারণ ভূমিকা দেশের কৃষির জন্য।
উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের মাঠে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ জেলার উপ-পরিচালক ড.মোছাঃ নাছরিন আক্তার।
উপজেলা কৃষি কর্মকর্তা অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওনের সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা,কৃষি সম্প্রাসারন অফিসার কাওসার আহমেদ, কৃষিবিদ তমা চক্রবর্তী,উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাগণ।
তিন দিন ব্যাপী মেলায় সদর উপজেলাসহ ১০ ইউনিয়ন হতে আগত বিভিন্ন কৃষি প্রতিষ্ঠানের কৃষকরা অংশগ্রহন করেন। এসময় বিভিন্ন ধরনে উদ্ভাবন স্টল পরিদর্শন করেন অতিথিরা। তিন দিনের এই মেলা শেষ হবে আগামী ২১শে জানুয়ারী-২০২৫ ইং তারিখে।