গঙ্গাচড়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

Date: সোমবার, ফেব্রুয়ারী ১০, ২০২৫
news-banner
 রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের রমাকান্ত গাউসিয়ার বাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ট্রলি চালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শনিবার অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি। অভিযুক্ত ট্রলি চালকের নাম আব্দুস সালাম।

প্রশাসন জানায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। সরকারি নিয়ম উপেক্ষা করে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীভাঙনসহ পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে। এ কারণে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন, "অবৈধভাবে বালু উত্তোলন কোনোভাবেই কাম্য নয়। এটি পরিবেশ ও জনজীবনের জন্য হুমকিস্বরূপ। ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান চলবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং পরিবেশ রক্ষায় এমন অভিযান অব্যাহত রাখার দাবী জানান।

Leave Your Comments