সিরাজগঞ্জে সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়ের লাঙ্গলমোড়া উত্তরপাড়া গ্রামের বিএনপির নিবেদিত প্রাণ আব্দুস সোবাহান, কিডনি রোগে আক্রান্ত খোঁজ নেয়নি বিএনপি'র কোন নেতা ।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়,আব্দুস সুবাহান ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে উপজেলা পরিষদের নির্বাচন ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভালোবাসার বিএনপির পক্ষে ভোট আদায় করাই তার নেশা ছিল। এলাকাবাসীর কাছে আব্দুস সোবাহান(৬৫) একজন স্বচ্ছ সাদা মনের মানুষ হিসাবে পরিচিত। তিনি শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশে অনুপ্রাণিত হয়ে ধানের শীর্ষ প্রতীক হ্নদয়ে ধারণ করে দলের পক্ষে কাজ করতেন। বিভিন্ন সময়ে নেতাকর্মীরা তাকে দলীয় পদে আসীন করতে চাইলেও পদ পদবি প্রতি আসক্ত ছিলেন না। এ বিষয়ে একই গ্রামের যুবদল নেতা মোঃ এরশাদ আলী আকন্দ জানান, আব্দুস সোবাহান দলের পক্ষে নিঃস্বার্থ ভাবে কাজ করেন, নির্বাচন আসলেই আমরা তার কাছে ভোটের জন্য যাই কোন বিএনপি নেতা পার খোঁজ নেয়নি, এলাকায় তার যথেষ্ট সুনাম রয়েছে, দলের কাছে তার কোন চাওয়া পাওয়া নেই।