গঙ্গাচড়ায় ইসলামী ছাত্র আন্দোলনের দাওয়াতী সভা অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

Date: শনিবার, অক্টোবর ০৪, ২০২৫
news-banner
 ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখার উদ্যোগে দাওয়াতি মাস উপলক্ষে এক দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন রংপুর জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ রহমত আলী
উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ আব্দুর রহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা সেক্রেটারি মোহাম্মদ ইউনুছ আলী ও সহ-সভাপতি মুফতী মাহবুবুর রহমান।

 আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি ও সাবেক ইসলামী ছাত্র আন্দোলন সভাপতি মোঃ জালাল উদ্দিন নয়ন, সাবেক ইশা ছাত্র নেতা ও ইসলামী যুব আন্দোলনের গঙ্গাচড়া উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবু সায়েম, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি মোঃ আবুল হাসান প্রমুখ।

সভায় বক্তারা দাওয়াতি মাসের তাৎপর্য তুলে ধরে বলেন, ইসলামী ছাত্র আন্দোলনের মূল উদ্দেশ্য হলো ছাত্রসমাজকে কুরআন-সুন্নাহভিত্তিক আদর্শে গড়ে তোলা এবং সমাজে নৈতিকতা ও সৎ-চেতনা প্রতিষ্ঠা করা।
 বক্তারা বলেন, দাওয়াতি কর্মসূচির মাধ্যমে তরুণ প্রজন্মকে ইসলামী চেতনায় উদ্বুদ্ধ করা এবং একটি ন্যায় ভিত্তিক সমাজ গঠনই আমাদের মূল  লক্ষ্য।

দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার কার্যক্রম শেষ করা হয়।

Leave Your Comments