আমি কিংবদন্তি হব- আইরিন আলম

নইন আবু নাঈম তালুকদার শরণখোলা থেকেঃ

Date: শুক্রবার, জুন ২৭, ২০২৫
news-banner
দর্শনেন্দ্রিয়ে অগ্নি ঝরা লেলিহান ধারায়, 
কিরনমালী লজ্জায় চোখ নেভায়।
 পবন, তরু স্বাক্ষী রয়। 
দৃষ্টিহীন প্রবল দ্বন্দ্বে তাহা, 
আন্ধার দিয়েই ঢাকা জয়।

পড়েছি ভীষণ জয়ের নেশায়। 
নির্ভীক মন স্পৃহা মাতায়।
 নেত্রদ্বয়ের তীক্ষণ ঘায়ের অবুঝ ভাষায় অজর মশাইয়ের ললাট ঘামায়।

দ্বিন্নিদিকের বেসুরো রঙ্গে,
 অত্যাচারীর প্রতিঘাত সুরে,
 কম্পিত মন উঠছে হেঁকে।
 তাই বলেছি ঘৃণার সুরে-
ধংসের শুরু হোক এখান থেকে।

ঘৃণিত নাম হিটলারের জয়ে, 
আমি কিংবদন্তি হতে চাই বারে বারে।

Leave Your Comments