পঞ্চগড়ে তরুণ যুব সংঘের আয়োজনে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন

স্নিগ্ধা খন্দকার স্টাফ রিপোর্টারঃ

Date: বৃহস্পতিবার, অক্টোবর ০২, ২০২৫
news-banner
মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে জেলা শহরের পঞ্চগড় তেতুলিয়া মহাসড়কে ব্যারিস্টার কলেজ ইনস্টিটিউটের সামনে এ কর্মসূচির আয়োজন করে ধাক্কামাড়া তরুণ যুব সংঘ।

কর্মসূচির শুরুতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং পরে একটি র‍্যালি শহরের সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান মাসুস, সুপার, মাহবুবার রহমান দাখিল মাদ্রাসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিয়াকত হোসেন, মুহতামিম, নূরে মদীনা কেরাতুল কোরআন মাদ্রাসা,
রোকনুজ্জামান, খতীব, দ্বারীমারী জামে মসজিদ,মানিকুল ইসলাম মানিক সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা বিএনপি, জমির আলী, সাধারণ সম্পাদক, ১নং ওয়ার্ড বিএনপি,আকিমুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, সদর উপজেলা যুবদল,জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক, কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রমুখ। কর্মসূচির সভাপতিত্ব করেন তরুণ যুব সংঘের সভাপতি মনজুর আলম।

মানববন্ধনে বক্তারা বলেন, পঞ্চগড় সদর উপজেলার মিনি স্টেডিয়াম এলাকায় সাঁওতাল জনগোষ্ঠী এবং পৌরসভার ১নং ওয়ার্ডের বিভিন্ন পয়েন্টে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা রমরমা আকারে চলছে। এসব মাদকসেবন ও ব্যবসার কারণে এলাকার তরুণ সমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। বক্তারা আরও বলেন, যদি দ্রুত এ মাদক ব্যবসা বন্ধ না করা হয়, তবে ভবিষ্যতে যুব সমাজ ভয়াবহ সংকটে পড়বে।

তারা অবিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানান, এ সকল মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। একইসঙ্গে মাদকমুক্ত সমাজ গড়তে সবার সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান বক্তারা।

Leave Your Comments