সিরাজগঞ্জে সলঙ্গা থানা শ্রমিক দলের মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে চলছে কার্যক্রম। তথ্য সূত্রে জানা যায়, ১১/১২/২০২০ সালে কে এম আহসান হাবীবকে সভাপতি ও মোঃ এমারত হোসেনকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়। ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেন সিরাজগঞ্জ জেলা শ্রমিকদলের আহ্বায়ক মোঃ আব্দুল মজিদ। সিরাজগঞ্জ জেলা শ্রমিকদলের সদস্য সচিব এম,এ ওহাবের অনুমোদন ও স্বাক্ষর ছাড়াই এই কমিটি অনুমোদন দেন। সলঙ্গা থানা শ্রমিকদলের সভাপতি কে, এম আহসান হাবীব ও সাধারণ সম্পাদক এমারত হোসেন ৩/১০/২০২৩ ইং তারিখে ৩১ সদস্য বিশিষ্ট ঘুড়কা ইউনিয়ন শ্রমিকদলের কমিটি অনুমোদন দেয়ায় সৃষ্টি হয় বিতর্কের। এতে কমিটির অনিয়মের প্রশ্ন তুলে ঘুড়কা ইউনিয়ন শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সহ ২০ জন পদত্যাগ করেন।
ঘুড়কা ইউনিয়ন শ্রমিকদলের কমিটি গঠনে অনিয়ম ও অর্থ বাণিজ্য শিরোনামে ৮ অক্টোবর ২০২৩ সালে পত্র-পত্রিকায় নিউজ প্রকাশ হয়। দীর্ঘ ৫ বছর পেরিয়ে গেলেও এখনো দেয়া হয়নি সলঙ্গা থানা শ্রমিকদলের নতুন কমিটি। ঘুড়কা ইউনিয়ন শ্রমিকদলের কমিটি গঠনকে কেন্দ্র করে সভাপতি সাধারণ সম্পাদক ও বেলাল হোসেন মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছিল। অরাজনৈতিক ব্যক্তি ও অর্থের বিনিময়ে ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দলের কমিটি গঠন করায় বঞ্চিত হন ত্যাগী নেতা কর্মীরা । বঞ্চিত নেতা কর্মীদের অভিযোগ আহসান হাবীব ও এমারত হোসেন নিজেদের আধিপত্য ও প্রভাব বিস্তারের জন্য যোগসাজশে কমিটি গঠন করেন। ঘুড়কা ইউনিয়ন সহ ৬ টি ইউনিয়নে এভাবে কমিটি গঠন করায় বিতর্কের সৃষ্টি হয়। এ বিষয়ে কারা নির্যাতিত নেতা বেল্লাল হোসেন অভিযোগ করে বলেন, ত্যাগী ও কারা নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে মোটা অংকের অর্থের বিনিময়ে ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দলের কমিটি গঠন করায় আমি সহ ২০ জন পদত্যাগ করি। বর্তমানে সলঙ্গা থানা শ্রমিক দলের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি দেওয়ার জন্য জেলা শ্রমিক দলের নিকট জোড় দাবি জানাই। এ বিষয়ে সলঙ্গা থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা জানান, সলঙ্গা থানা শ্রমিক দলের সভাপতি সাধারণ সম্পাদক নিয়ম বর্হিভূত ভাবে গঠনতন্ত্র না মেনে কমিটি গঠন করে। যা আমি নিজেই জানতাম না। জেলা শ্রমিক দলের প্রতি আহবান উক্ত কমিটি ভেঙ্গে দিয়ে নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করা হোক। এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এম, এ ওয়াহাব জানান, ২০২০ সালে জেলা শ্রমিকদলের আহ্বায়ক আব্দুল মজিদ, আমাকে না জানিয়েই সলঙ্গা থানা শ্রমিকদলের কমিটি নিয়ম বর্হিভূতভাবে অনুমোদন দেন। ইতিমধ্যে কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই কমিটি ভেঙ্গে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে ।