সিরাজগঞ্জ জেলা শ্রমিকদলের সদস্য নির্বাচিত হয়েছেন সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের শ্রমিক নেতা বেলাল হোসেন। জানাযায় বেলাল হোসেন ঘুড়কা গ্রামের বাসিন্দা তিনি দীর্ঘ ১৬ বছর স্বৈরাচার পতন আন্দোলনে মাঠে অগ্রণী ভূমিকা রাখতে গিয়ে গ্রেফতার হয়ে জেল হাজতে গিয়েছিলেন একাধিকবার । গত জুলাইয়ে মাঠে আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন ।
২৮/ ৯/২০২৪ ইং তারিখে সিরাজগঞ্জ জেলা শ্রমিকদলের কার্যনির্বাহী কমিটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সিদ্ধান্ত মোতাবেক বেলাল হোসেনকে সিরাজগঞ্জ জেলা শ্রমিকদলের কার্যকরী সদস্য নির্বাচিত করা হয়েছে ।বেলাল হোসেনকে কার্যকরী সদস্য নির্বাচনের বিষয় টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এম,এ ওয়াহাব ।