বাগেরহাটে সাংবাদিক এস এম হায়াত উদ্দিনকে কুপিয়ে হত্যা

এনায়েত করিম রাজিব বাগেরহাট প্রতিনিধিঃ

Date: শুক্রবার, অক্টোবর ০৩, ২০২৫
news-banner
বাগেরহাটে মোঃ হায়াত উদ্দিন (৪০) নামে এক বিএনপির নেতা ও সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার হাড়িখালী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত হায়াত উদ্দিন বাগেরহাট সদর উপজেলার হাড়িখালী গ্রামের মৃত মোঃ নিজাম উদ্দিনের ছেলে। তিনি বাগেরহাট পৌর বিএনপির সদস্য ও দৈনিক ভোরের চেতনায় স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানায়, জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট পৌরসভাধীন উওর হাড়িখালী সিদ্দিকের চায়ের দোকানে সামনে এস এম হায়াত উদ্দিনকে অজ্ঞাতনামা ৩/৪ জন দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় পাকা রাস্তার উপরে ফেলে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Leave Your Comments