পঞ্চগড় শহরে জাসদের সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধানের নির্মাণাধীন বাড়ি থেকে জুয়া খেলার সময় তিনজনকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ দল শহরের কায়েতপাড়া এলাকায় এ অভিযান চালায়।
অভিযানে আটক হন— গোলাম মোস্তফার ছেলে মনির হোসেন (৫৪), মাহবুব আলমের ছেলে রুবেল (৪৯) এবং আব্দুল মজিদের ছেলে মাসুদ রানা (৪৫)। তারা সবাই পঞ্চগড় পৌরসভার বাসিন্দা। ঘটনাস্থল থেকে জব্দ করা হয় ৬ হাজার ৫২০ টাকা নগদ, ছয় সেট তাসের কার্ড ও তিনটি মোবাইল ফোন।
অভিযান শেষে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান। আদালত মনির হোসেন মনুকে ১৫ দিনের কারাদণ্ড, রুবেলকে ১০ দিনের কারাদণ্ড এবং মাসুদ রানাকে ১৫ দিনের কারাদণ্ড দেন। এছাড়া তিনজনকেই ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনির হোসেন ওরফে মনু দীর্ঘদিন ধরে পঞ্চগড়ের জুয়ার সিন্ডিকেট পরিচালনা করে আসছেন। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তিনি নিয়মিত জুয়ার আসর বসাতেন। অভিযোগ রয়েছে, প্রতিদিনের আসর থেকে তিনি ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আয় করতেন এবং প্রভাবশালী মহলের সঙ্গে টাকার অংশীদারিত্ব রাখতেন।
অনেক ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে, মনুর কারণে বহু মানুষ সর্বস্বান্ত হয়ে রাস্তায় নেমেছে। শুধু পঞ্চগড় নয়, পাশের জেলা থেকেও জুয়াড়িদের এনে বড় আকারের আসর বসাতেন তিনি। স্থানীয়দের দাবি, মনু এক সময় আওয়ামী লীগ ঘনিষ্ঠ সন্ত্রাসী হাসনাতের সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।
সেনাবাহিনীর অভিযানে স্থানীয়ভাবে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। তারা আশা করছেন, এই অভিযানের মাধ্যমে পঞ্চগড়ে জুয়ার সিন্ডিকেট বন্ধ হবে।