নীলফামারীতে কম্পিউটার ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

মাইনুল হক বিশেষ প্রতিনিধি:

Date: সোমবার, আগস্ট ২৮, ২০২৩
news-banner
বেকারত্ব দূরীকরণে সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত তরুণ ফাউনন্ডেশনের উদ্যোগে নীলফামারীতে কম্পিউটার প্রশিক্ষণ ও ফ্রিল্যান্সিং পেশাদার তৈরী শীর্ষক 
প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এতে চাকুরীর সন্ধ্যানে হতাশাগ্রস্থ শিক্ষিত বেকারদের সবচেয়ে বেশী গুরুত্ব দেয়া হবে। 
সোমবার সন্ধ্যায় নীলফামারী জেলা শিল্পকলা একাডেমী মিলনাতয়নে উদ্দীপ্ত তরুণ ফাউনন্ডেশনের প্রতিষ্ঠাতা বাদশা সিদ্দিকীর সভাপতিত্বে প্রকল্পটির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যড. মমতাজুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজ সরকার, উদ্দীপ্ত তরুণ ফাউনন্ডেশনের প্রধান উপদেষ্টা ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ্ ফকিরসহ প্রতিষ্ঠানটির পরিচালক ও সদস্যবৃন্দ।

Leave Your Comments