ফতুল্লায় গ্যারেজে ভিতরে গিয়ে চালককে খুন করে ইজিবাইক লুট।
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি গ্যারেজে চালককে নির্মমভাবে খুন করে দুটি ব্যাটারিচালিত ইজিবাইক লুট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে ফতুল্লার পিলকুনী পশ্চিমপাড়া এলাকায় শুক্কুর আলীর গ্যারেজে এই ঘটনা ঘটেছে।
নিহত চালকের নাম হারেজ মিয়া (৪৫)। তিনি নীলফামারী সদর উপজেলার তালুক মানুষমারা গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে। জীবিকার তাগিদে তিনি শুক্কুর আলীর গ্যারেজে থেকে ইজিবাইক চালাতেন এবং রাতে গ্যারেজের ভেতরেই ঘুমাতেন।
নিহতের শ্যালক মুসফিকুর রহমান জানান, হারেজ মিয়া সম্প্রতি শুক্কুর আলীর গ্যারেজে কাজ শুরু করেন। ঘটনার দিন সকালে গ্যারেজের মিস্ত্রি খোরশেদ গ্যারেজে এসে হারেজকে কম্বল জড়ানো অবস্থায় নিথর দেখতে পান। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে কম্বল সরিয়ে দেখেন, তার রক্তাক্ত দেহ পড়ে আছে। এ সময় গ্যারেজের মালিক শুক্কুর আলীকে খবর দেওয়া হয়। গ্যারেজ মালিক এসে দেখতে পান, গ্যারেজে থাকা চারটি ইজিবাইকের মধ্যে দুটি ইজিবাইক নেই।
গ্যারেজের মিস্ত্রি খোরশেদ বলেন, “সকাল সাড়ে ৭টায় গ্যারেজে এসে দেখি হারেজ কম্বল জড়িয়ে ঘুমিয়ে আছে। গাড়ি নিয়ে বের হওয়ার জন্য ডাকতে গিয়ে কোনো সাড়া পাইনি। এরপর মাথা থেকে কম্বল সরাতেই দেখি তার রক্তাক্ত দেহ।”
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠিয়েছি। দুর্বৃত্তরা মাথা ও মুখে আঘাত করে হারেজ মিয়াকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদের শনাক্ত করতে আমরা কাজ করছি।”