সুন্দরবনের শিবসা নদীসংলগ্ন আড়বাউনি খাল এলাকায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদসহ জিম্মি থাকা ৪ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
শুক্রবার (৩ অক্টোবর) ভোরে এ অভিযান চালানো হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ডাকাতদের আত্মসমর্পণের আহ্বান জানাতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হলে তারা জেলেদের ফেলে পালিয়ে যায়। পরে ১টি একনলা বন্দুক, ২টি এয়ারগান ও ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।
উদ্ধার হওয়া জেলেরা হলেন- মফিজুল ইসলাম (৪২), হাবিবুর রহমান (৩৭), হাবিবুর (৩৫) ও শাহজাহান গাজী (৪০)। তাদের জানিয়েছে, ১০ দিন ধরে মুক্তিপণের জন্য নির্যাতন চালাচ্ছিল জাহাঙ্গীর বাহিনী।
কোস্ট গার্ড জানায়, উদ্ধার করা জেলে ও অস্ত্র-গোলাবারুদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবন দস্যুমুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।