স্কুল থেকে শুরু, গন্তব্য পরিচ্ছন্ন শহর: পঞ্চগড়ের তারুণ্যের উদ্যোগ

স্নিগ্ধা খন্দকার স্টাফ রিপোর্টারঃ

Date: বৃহস্পতিবার, জানুয়ারী ০৯, ২০২৫
news-banner
পঞ্চগড়ে চলছে মাসব্যাপী তারুণ্যের উৎসব। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার শুরু হয়েছে ‘আমার স্কুল পরিচ্ছন্ন স্কুল, আমার শহর পরিচ্ছন্ন শহর’ কার্যক্রম। জেলা শহরের ১ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী।

এই উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজেদের স্কুল পরিচ্ছন্ন রাখতে উদ্বুদ্ধ করা হবে। তরুণদের সামাজিক সংগঠন ‘উত্তরণ’-এর সহযোগিতায় জেলা প্রশাসন এ কর্মসূচি বাস্তবায়ন করছে। জেলা প্রশাসক জানান, শিক্ষার্থীরা নিজেরাই তাদের প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নেবে। এতে তাদের আত্মবিশ্বাস, দায়িত্বশীলতা ও নেতৃত্ব গুণের বিকাশ ঘটবে।

জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়ানোর মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। বিদ্যালয়ের শিক্ষক শামীম আরার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল মালেক, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি, উত্তরণের উপদেষ্টা মেহেদী হাসান খান বাবলা, বাংলাভিশনের জেলা প্রতিনিধি মোসারফ হোসেন এবং উত্তরণের সদস্য ইফ্ফাত আনজুম প্রমুখ।

আলোচনা শেষে শিক্ষার্থীরা নৃত্য, সংগীত এবং কবিতা আবৃত্তি পরিবেশন করে। পরে জেলা প্রশাসকসহ শিক্ষার্থীরা মাঠ পরিচ্ছন্নতার কাজে অংশ নেন। জেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসবে আরও ১৯টি ইভেন্ট আয়োজন করা হবে।

পরিছন্নতা কেবল একটি অভ্যাস নয়, এটি দায়িত্ববোধ এবং নেতৃত্ব তৈরির মাধ্যমও হতে পারে। পঞ্চগড়ের এ উদ্যোগ একদিকে শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলছে, অন্যদিকে একটি পরিচ্ছন্ন ও সুন্দর সমাজ তৈরিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করছে।

Leave Your Comments