বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪নং রাজাহার ইউনিয়নের রাজাবিরাট সাঁওতাল পল্লীতে অগ্নি সংযোগে ক্ষতিগ্রস্ত ব্রিটিশ সরেনের ঘর পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী জননেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ জননেতা অধ্যাপক আমিনুল ইসলাম,গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, উপজেলা বিএনপির সংগ্রামী আহবায়ক ও গাইবান্ধা জেলা বিএনপির অন্যতম সহ-সভাপতি জননেতা ফারুক আহম্মেদ, জেলা বিএনপির সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবীর আহম্মদ,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সানোয়ার হোসেন দিপু,,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক জোবায়েরুল হক,যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মঞ্জু,উপজেলা বিএনপি'র চলতি দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজু,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মহলদার, সাবেক সভাপতি ফারুক আহমেদ,বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক ডিপটি, আব্দুল হাকিম,উপজেলা যুবদলের আহবায়ক তহিদুল আলম জুয়েল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ শাহ আলম, সদস্য সচিব রানু মন্ডল বাবু সহ গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।