মোংলায় ১১ কেজি হরিণের মাংসসহ ছয় চোরাকারবারীকে আটক করেছেন কোস্ট গার্ড

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধানঃ

Date: বৃহস্পতিবার, জানুয়ারী ০৯, ২০২৫
news-banner
বাগের হাটের মোংলা থেকে মাইক্রোবাসে করে ১১
কেজি হরিণের মাংস পাঁচারের সময় নারীসহ ৬ চোরাকারবারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। পশ্চিম জোনের সদস্যরা।মঙ্গলবার দুপুরে মোংলা -খুলনা মহাসড়কে দিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।
বুধবার ৮ জানুয়ারী বুধবার দুপুরে তাদের আদালতে সোর্পদ করা হয়েছে।আটককৃতদের মধ্যে দুইজন নারী রয়েছেন। এসময় তাদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।বুধবার সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন এ তথ্য জানিয়েছেন।পরে জব্দকৃত হরিণের মাংস, মাইক্রোবাস ও আটককৃত চোরাচালানকারীদের বনবিভাগের ঢাংমারী স্টেশনে হস্তান্তর করা হয়েছে। পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, কোস্ট গার্ডের হস্তান্তরিত চোরাচালানকারীদের বিরুদ্ধে বন আইন এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার সকালে তাদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Leave Your Comments